তামিমের দুর্দান্ত ডাবল মুমিনুলের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সফরে গেল টি-টোয়েন্টি সিরিজে ঠিক জ্বলে উঠতে পারেননি তামিম ইকবাল। তবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে এ বাঁহাতি নিজেকে খুঁজে পেয়েছেন। সেন্ট্রাল জোনের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তুলে নেন ডাবল সেঞ্চুরি। পিছিয়ে ছিলেন না ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল হকও। তিনি দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। তাতে রান পাহাড়ের পথে রয়েছে দলটি। সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসে করা ২১৩ রানের জবাবে গতকাল ইস্ট জোন ২ উইকেটে ২৯৫ রান তুলে দিন শেষ করেছে। এখন পর্যন্ত প্রতিপক্ষের চেয়ে ১৮২ রান এগিয়ে রয়েছে মুমিনুলের ইস্ট জোন। তামিম ২২২ ও ইয়াসির আলী অপরাজিত রয়েছেন ২২ রানে। এর আগে মুমিনুল হক ১১১ রানে ফিরে যান। 

গতকাল ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তামিম। পিনাক ঘোষের সঙ্গে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন এ বাঁহাতি। ব্যক্তিগত ২৬ রান করে পিনাক ফিরে গেলেও নিজের গতি অব্যাহত রাখেন তামিম। এ ধারাবাহিকতায় চট্টগ্রামের এ ক্রিকেটার ৭৬ বলে অর্ধশতক তুলে নেন। এরপর নিজের ব্যক্তিগত রান বাড়িয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন তামিম। পরের ৫০ বলে ৫০ রান তুলে ১২৬ বলে নিজের শতক পূর্ণ করেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পরও ওয়ানডে স্টাইলে খেলতে থাকা তামিম তুলে নেন দ্বিশতক। ২৪২ বলে ২৯টি চারে ডাবল সেঞ্চুরিতে পৌঁছে যান এ তারকা ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় ডাবল।

তামিমের দাপুটে ব্যাটিংয়ের দিনে থেমে থাকেননি মুমিনুল। ৮৮ বলে ৭ চারে প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর সে ইনিংসকে এ বাঁহাতি সেঞ্চুরিতে রূপ দেন ৯২ বল খেলে। সব মিলিয়ে ১৮০ বলে ১১ চারে মুমিনুল পৌঁছে যান ২১তম প্রথম শ্রেণির সেঞ্চুরিতে।

দ্বিতীয় উইকেটে গতকাল তামিম-মুমিনুল যখন ব্যাটিং করছিলেন, তখন মিরপুরের দর্শকদের মনে হচ্ছিল টেস্টে ব্যাটিং করা কত সহজ। শেষ পর্যন্ত তাদের ২৯৬ রানের জুটি ভাঙেন মুকিদুল উইকেটের পেছনে মুমিনুলকে মিথুনের ক্যাচ বানিয়ে। ততক্ষণে অবশ্য নিরাপদ অবস্থানে পৌঁছে যায় ইস্ট জোন।

মুমিনুল ফিরলেও দিন শেষ হওয়ার আগ পর্যন্ত তামিমের ব্যাটে রানের ফোয়ারা ফুটেছিল। আজও হয়তো দিনের শুরু থেকে তা আবার দেখতে পাবেন দর্শকরা। যদি তা-ই হয়, তবে ড্যাসিং এ ওপেনারের ব্যাট থেকে ট্রিপল সেঞ্চুরিও মিলতে পারে।