Print Date & Time : 7 August 2025 Thursday 6:09 pm

তাম্বুলখানায় ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রতিনিধি, ফরিদপুর: উন্নতমানের বীজ উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ফরিদপুরের বিএডিসির তাম্বুলখানা বীজ উৎপাদন খামার। উৎকৃষ্টমানের বীজ উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের চাহিদা পূরণ করে এ খামার।

খামার সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমেও বীজ উৎপাদনের লক্ষ্যে প্রায় ১১ হেক্টর জমিতে উন্নত জাতের বীজ আলু, গম, বিজেআরআই তোষা পাট- ৮ (রবি-১) বীজ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করা হয়েছিল। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অতিভারী বৃষ্টিতে পানি জমে

গেছে আলু, গম ও পেঁয়াজ বীজ ফসলের মাঠে এবং বোরো ধানের বীজতলায়।

ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাবে মাঠে থাকা সব ফসল মাটিতে শুয়ে গেছে। আলু, গম, পেঁয়াজ ও পাট বীজ ফসলের জমি এবং বোরো ধানের বীজতলা থেকে পানি সরাতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে খামারের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। একটানা অতিভারি বৃষ্টির (৯৭ মিলিমিটার) কারণে পানি নিষ্কাশনের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আলু ও গম বীজ ফসলের মাঠ সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে যায়। দ্রুত পানি নিষ্কাশন করতে না পারলে ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা করছেন তারা।

চলতি মৌসুমে ৭৫ মেট্রিক টন আলুবীজ, ১৪ দশমিক ৪০০ মেট্রিক টন গম বীজ, ৮০০ মেট্রিক টন পাট বীজ ও শূন্য দশমিক শূন্য ৮১ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্য নিয়ে চাষাবাদ করা হয়ে হয়েছে বলে জানিয়েছেন খামারের কর্মকর্তা। হঠাৎ অতিভারী বর্ষণে (৯৭ মিলিমিটার বৃষ্টি) বীজ ফসলের মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় মাটির নিচে থাকা আলু ও গমের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।