Print Date & Time : 14 September 2025 Sunday 5:02 am

তারেক-জুবাইদাকে দেশে ফেরাতে ‘সবই’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :পাঁচ মামলায় সাজার রায় মাথায় নিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে ফেরাতে ‘যা যা করার’ তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দণ্ডপ্রাপ্ত আসামি তারেক ও জুবাইদাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করাসহ চার দফা দাবিতে আওয়ামী যুবলীগের স্মারকলিপি গ্রহণ করে গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার, সেটা আমরা করব।’

‘আমরা সমস্ত ঘটনা জানি। ইতোমধ্যে তারেক জিয়া ও তার স্ত্রী আদালত দ্বারা দণ্ডিত। তাদের ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব।’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গিয়ে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেন।

দাবিগুলো হলোÑবিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা।

যুবলীগের দাবিগুলো ‘যৌক্তিক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেব।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পর যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। ১৯৭৫ সালে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড যে জিয়াউর রহমান, সেটি জনসাধারণের কাছে স্পষ্ট। কারণ তারাই এ হত্যাকাণ্ডের সুবিধাভোগী। তারাই বন্দুকের নল উঁচু করে দল গঠন করেছে।’

‘তারা সন্ত্রাস দ্বারা সৃষ্টি। এ সংগঠন বাংলাদেশের জনগণের ওপর ১৯৭৫ পরবর্তী সময়ে যে নির্যাতন করেছে, একাত্তরের আদলে তারা যেভাবে সন্ত্রাস, নির্যাতন খুন, রাহাজানি করেছে, আমরা নৈতিকভাবে মনে করি বিএনপি-জামায়াতের এদেশের রাজনীতি করার অধিকার নেই।’