তারেক-জোবাইদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২১ মে

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ২১ মে নতুন দিন ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ মে) এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে কোনো সাক্ষী আদালতে না আসায় দুদক সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত আগামী ২১ মে সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি জানিয়েছেন।

এর আগে, গত ১৩ এপ্রিল একই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আজ দিন ধার্য করেন। এ মামলায় তাদেরকে পলাতক দেখানো হয়েছে।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা দায়েরের পরই তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট করেন তারা। ঐ রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এখন ঐসব জারিকৃত রুল নিষ্পত্তির উদ্যোগ নিল দুদক।