তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধি, শেরপুর : বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট কবি, গীতিকার, গল্পকার, প্রাবন্ধিক ও কলামিস্ট তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

১৪ মার্চ শুক্রবার বিকেলে কবি সংঘ বাংলাদেশের উদ্যোগে শহরের বটতলা কালিরবাজারস্থ অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজিত ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।

স্মরণসভায় কবি তালাত মাহমুদের কবিতা ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন কবি সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কবি সংঘ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, সাংবাদিক মুগনিউর রহমান মনি, কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি হাসান শরাফত, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি আজাদ সরকার, কবি কামরুজ্জামান বাদল, কবি নাছিম তালুকদার, কবি শাহীন খান, কবিপুত্র ছড়াকার তানসেন মাহমুদ ইলহাম প্রমুখ।

কবি আইয়ুব আকন্দ বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি তালাত মাহমুদের কবিতা আবৃত্তি করেন কবি-আবৃত্তিকার কমল চক্রবর্তী ও কবি-আবৃত্তিকার সিনথিয়া শারমিন।