নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে ২২ কোটি ১৬ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসার মাত্র ৩ বছরের মধ্যে লোকসানে নেমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আর ওই বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়াহোল্ডারদের নামমাত্র ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ০.০২ পয়সা।
কোম্পানিটির ২০২৪ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায় ধারাবাহিকভাবে কমেছে শেয়ার প্রতি আয় বা ইপিএস।
আলোচ্য বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৩ পয়সা। যা ২০২৩ সালে কোম্পানিটি ১৫ পয়সা আয় করেছিল। বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ০.০৪ পয়সা। যা ২০২৩ সালে কোম্পানিটি আয় করেছিল ১৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ০.০৮ পয়সা। যা ২০২৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৮ পয়সা।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির ৮১ কোটি ২২ লাখ টাকা স্বল্প মেয়াদী ঋণ রয়েছে। আর ৪০ কোটি ৮৫ লাখ টাকা দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে।
বিডি থাই ফুডের শেয়ার ডিএসইতে আজ ২২ জুন ১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ১ বছরে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ার দর ছিল ৩০ টাকা ৬০ পয়সা। আর সর্বনিম্ন দর ছিল ১১ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১৫ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৫.৬১ শতাংশ,প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২.৮১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.৫৮ শতাংশ শেয়ার আছে।
উল্লেখ্য, বিডি থাই ফুড ২০২১ সালের ডিসেম্বরে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করে পুঁজিবাজার থেকে।