Print Date & Time : 11 August 2025 Monday 9:47 am

তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভা ৩০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি, সোমবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৩টায় কোম্পানিটির সভা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।

সূত্র জানায়, সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানা যাবে।উল্লেখ্য, কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ওইদিন বিকাল ৩ টায়। সভা থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানা যাবে। উল্লেখ্য, কোম্পানিটি ২০১১  সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বস্ত্র খাতের কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইলস মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ওইদিন বিকাল সাড়ে ৪ টায় হবে। সভা থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানা যাবে। কোম্পানিটি ২০১৫  সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বস্ত্র খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ওইদিন বিকাল সাড়ে ৪ টায় হবে। সভা থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানা যাবে। কোম্পানিটি ২০১৪  সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।