শেয়ার বিজ ডেস্ক: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের বর্ধিত গুরমার হাওরে বাঁধ ভেঙে গেছে। এতে পানি প্রবেশ করায় এই হাওরে প্রায় ছয় হাজার একর বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
রোববার (১৭ এপ্রিল) সকাল থেকেই তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন বর্ধিত গুরমার ২৭ নম্বর প্রকল্পটি দেবে পানি ঢুকতে শুরু করে।
স্থানীয় কৃষকরা জানান, সকালে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে বর্ধিত গুরমার হাওরের ফসল রক্ষা বাঁধের ২৭ নম্বর প্রকল্পটি দেবে যায়। এরপর থেকেই হাওরে ঢুকতে থাকে পানি। তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে পানি আটকানোর চেষ্টা করলেও, তাতেও শেষ রক্ষা হয়নি।
স্থানীয় কৃষক আহমদ করিব জানান, ‘বর্ধিত গুরমার তাহিরপুর ও ধর্মপাশার এই হাওরে প্রায় ছয় হাজার একর জমির বোরো ফসল তলিয়ে যাচ্ছে। এ হাওরের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।’
কৃষি অফিস জানিয়েছে, বর্ধিত গুরমা হাওরে তাহিরপুর উপজেলা অংশে প্রায় ৬০ হেক্টর জমি রয়েছে। বাঁধ উপচে হাওরে পানি ঢোকার ফলে হাওরের জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ জানান, রোববার ভোর ৪টায় স্পিডবোটযোগে ইউএনও মো. রায়হান কবীর ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান বর্ধিত গুরমার ২৭ নং প্রকল্পটি দেবে গেছে শুনে পরিদর্শনে এসেছিলেন। ভোর থেকে ওই বাঁধে কাজও করছিলেন তারা। সকাল ৮টার দিকে খবর আসে ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, ‘পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গুরমার হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। ওয়াচ টাওয়ার সংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি আমরা।