Print Date & Time : 15 August 2025 Friday 12:23 pm

তিতের ১৫ সদস্যের বিশ্বকাপ দল

ক্রীড়া ডেস্ক: আগামী জুনে রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপ। হিসাব করলে এখনও বাকি ১০০ দিন। কিন্তু সেখানে খেলতে যেন মোটেই তর সইছে না ব্রাজিল কোচ তিতের। যে কারণে গতকাল সবার আগে ২৩ জনের মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করলেন তিনি। তাতে কিছুটা হলেও অবাক হয়েছেন ফুটবলপ্রেমীরা। তিতের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন, প্রিমিয়ার লিগের চার তারকা- ফিরমিনো, গ্রেবিয়েল জেসুস, উইলিয়ান ও ফার্নানদিনহো। এছাড়াও রয়েছেন, নেইমার, দানি আলভেজ, মারকুইনহোনস, থিয়াগো সিলভা, ফিলিপ্পে কৌতিনহো, পাওলিনহো, মার্সেলো, কেসিমিরো, অ্যালিসান, রেনিতো আগাস্টো, ও মিরিন্দার মতো তারকারা।

এখন পর্যন্ত ৫ বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এবার রাশিয়াতে জিতে সেই সংখ্যাটাকে ছয়ে নিতে চান দেশটির কোচ তিতে। ‘ই’-গ্রুপে বিশ্বকাপে এবার ব্রাজিল লড়বে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার সঙ্গে। তার আগে স্বাগতিক রাশিয়া ও জার্মানির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে তিতের শিষ্যরা।