Print Date & Time : 8 July 2025 Tuesday 5:47 am

তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: ১৪ ও ১৫ অক্টোবর (শনি ও রোববার) মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এরমধ্যে শুক্রবার ছুটির দিন বন্ধ থাকে মেট্রোরেল। ফলে টানা তিনদিন মেট্রোরেলে চলাচল করতে পারবেন না যাত্রীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য শনি ও রোববার উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এরপর ১৬ অক্টোবর সোমবার থেকে আগের সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করবে মেট্রোরেল।