তিনশতাধিকশিক্ষার্থীরঅংশগ্রহণে ‘ডিপিএসএমইউএনফাইভ’

প্রথম চারটি আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার পর ডিপিএস এসটিএস স্কুল ঢাকা এবার সফলভাবে সম্পন্ন করেছে তাদের পঞ্চম ডিপিএস মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স (ডিপিএস-এমইউএন)। সম্প্রতি ডিপিএস এসটিএস স্কুল ঢাকার সিনিয়র সেকশন ক্যাম্পাসে ‘ডিপিএসএমইউএন ফাইভ’ আয়োজিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং এসটিএস গ্রুপের সিইও ড. সন্দীপ অনন্ত নারায়ণ। অনুষদ সদস্য, আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারীদের সঙ্গে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑঅধ্যক্ষ ড. শিবানন্দ সিএস এবং সহ-অধ্যক্ষ বিজো কুরিয়ান। ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস ডিপিএসএমইউএন ফাইভের চূড়ান্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি