Print Date & Time : 7 September 2025 Sunday 9:36 pm

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো-সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দাবি পরিশোধের সক্ষমতা সাপেক্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ‘এএ-’ রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক তথ্যানুযায়ী এ রেটিং দেয়া হয়েছে।

দাবি পরিশোধের সক্ষমতা সাপেক্ষে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ‘এএ+’ রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন  অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং দেয়া হয়েছে।

দাবি পরিশোধের সক্ষমতা সাপেক্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডকে ‘এএএ’ রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন  অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং দেয়া হয়েছে।