Print Date & Time : 8 September 2025 Monday 3:09 pm

তিন কোম্পানির সঙ্গে পদ্মা অয়েলের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব ফিলিং স্টেশনের মাধ্যমে পেট্রোলিয়াম অয়েল এবং এলপি গ্যাস বিক্রি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। এ জন্য ডেল্টা এলপি গ্যাস, লাফ্স গ্যাস (বাংলাদেশ) লিমিটেড ও যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে উল্লিখিত তিন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে পদ্মা অয়েল। কোম্পানিটির নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি রিফুয়েলিং স্টেশন স্থাপন এবং এলপিজি (অটোগ্যাস) ও পেট্রোলিয়াম অয়েল বিক্রি করতে পারবে ডেল্টা এলপি গ্যাস, লাফ্স গ্যাস (বাংলাদেশ) লিমিটেড ও যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড। আর এ চুক্তি অনুযায়ী প্রতি লিটার এলপি গ্যাস বিক্রির বিপরীতে ৫০ পয়সা করে রয়্যালটি বা কমিশন পাবে পদ্মা অয়েল।

৩০ জুন ২০২০ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ২৯ টাকা সাত পয়সা। আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৭ টাকা ৬৪ পয়সা। আর এ বছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮০ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ৪৫০ কোটি ৩০ লাখ টাকা।

কোম্পানিটির মোট ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে দুই দশমিক শূন্য ছয় শতাংশ, সরকারি ৫০ দশমিক ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩১ দশমিক ৩২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৮৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ১৫ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।