জবি প্রতিনিধি:
তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে কাঁথা-বালিশসহ অবস্থান কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শের আলী। রোববার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তিনি।
শের আলী ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী। সরেজমিনে দেখা যায়, তিনি নিজ বাসা থেকে কাঁথা-বালিশ নিয়ে এসে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং সেখানেই শুয়ে পড়েন। পরে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন।
শের আলীর উত্থাপিত তিন দফা দাবি হলো-
১. অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করা।
২. এক সপ্তাহের মধ্যে বানী ভবন ও হাবিবুর রহমান হল দুটি অস্থায়ী হল নির্মাণকাজ শুরু করে এক বছরের মধ্যে তা শেষ করা।
৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করা।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে একই দাবিতে জবির শিক্ষার্থীরা অনশন ও সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছিলেন। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্টরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। তবে বাস্তবে এখনও কাজ শুরু হয়নি, এমন অভিযোগ শিক্ষার্থীদের।
অবস্থানরত শিক্ষার্থী শের আলী বলেন, “আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আশ্বাসে আর ফিরবো না। দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, “রাত হোক বা দিন—কেউ থাকুক বা না থাকুক, আমি একাই এই দাবিগুলো বাস্তবায়নের জন্য অনড় অবস্থানে থাকবো।”