Print Date & Time : 29 August 2025 Friday 3:18 am

তিন দিনের সফরে দিল্লি গেলেন জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ভারতে গেছেন। আজ রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশটির রাজধানী দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।

জাতীয় পার্টির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাপা চেয়ারম্যানের সফরসঙ্গী হয়েছেন পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্ত্রী শরীফা কাদের।

সূত্র জানায়, তিন দিনের এই সফরে ভারতের সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন জি এম কাদের। পার্টির নেতারা বলছেন, জি এম কাদের ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে করণীয় নির্ধারণে উদ্যোগ নেবেন।