Print Date & Time : 12 September 2025 Friday 12:59 am

তিন প্রকৌশলীকে মারধরের ঘটনায় মানববন্ধন

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় তিন প্রকৌশলীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুলসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) ময়মনসিংহ শাখার প্রকৌশলীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নগরীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে প্রায় ৩ শতাধিক প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা তিন প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা হওয়ার প্রায় এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন আইইবির ময়মনসিংহ কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. এ কে এম কামরুজ্জামান, সহসভাপতি প্রকৌশলী এ বি এম ফারুক হোসেন, প্রকৌশলী কাউন্সিল মেম্বার ইন্দ্রজিৎ দেবনাথ, কাউন্সিল মেম্বার জিএম প্রকৌশলী আফাজ উদ্দিন। এছাড়া আরও বক্তব্য রাখেন- বিউবো-১ তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জসিম উদ্দিন, বিউবো-২ তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান, বিউবো ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আব্দুর গফুর, বিউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ।