রাজধানীর হোটেল ওয়েস্টিনে মার্কেটিং গুরু ফিলিপ কর্টলারের প্রতিষ্ঠান কর্টলার ইন্টারন্যাশনাল, রেসিন্ট ইন্টারন্যাশনাল কানাডা ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। কর্টলার ইন্টারন্যাশনালের পক্ষে ড. ফাহিম কিবরিয়া ও রেসিন্ট ইন্টারন্যাশনাল কানাডার পক্ষে উপস্থিত ছিলেন ড. খালিদ হাসান।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুর আলী, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী কাজী সিরাজুল ইসলাম, আমান গ্রুপের চেয়ারম্যান মো. আমান উল্লাহ, এনইউবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোশাররফ এম হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবিরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মসিউর রহমান বলেন, এ চুক্তির মাধ্যমে মার্কেটিং শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে। এ সমঝোতা চুক্তি ইতিবাচক ফল বয়ে আনবে এবং অসংখ্য সম্ভাবনার দ্বার উম্মোচন করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

Print Date & Time : 16 August 2025 Saturday 1:07 pm
তিন প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি
শিক্ষা ♦ প্রকাশ: