Print Date & Time : 5 July 2025 Saturday 2:07 pm

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক: সরকার মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর উদ্দিনের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকার তাকে অবসরে পাঠিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর রেজিস্ট্রার পদে দায়িত্বপালনকারী সরকারের অতিরিক্ত সচিব মো. মকবুল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে।