তিন মাসের ভ্যাট ও জরিমানা মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

নিজস্ব প্রতিবেদক: মহামারির কারণে ব্যবসা-বাণিজ্যের চলমান নাজুক অবস্থা এবং সরকার ঘোষিত লকডাউনের বিষয় বিবেচনা করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জুন, জুলাই, আগস্টের ভ্যাট ও জরিমানা মওকুফ করে নির্দেশনা দেয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের প্রতি আহ্বান জানিয়েছেন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গত ১৮ আগস্ট চেয়ারম্যান বরাবর এ-সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়।

এতে বলা হয়, মহামারির কারণে অস্বাভাবিক পরিস্থিতিতে এক বছরের বেশি সময় ধরে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যবসায়ীরা অত্যন্ত কঠিন সময় অতিবাহিত করছেন। নানা সময় ঘোষিত ও অঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিনিষেধ, মানুষের চলাচল নিয়ন্ত্রণ, চাহিদা ও জোগানে বিশাল ছন্দপতনের কারণে এসব ব্যবসায়ীদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করলেও প্রকৃতপক্ষে তা অপ্রতুল। এ

 পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পক্ষে ভ্যাট ও জরিমানা দেয়া বেশ কষ্টসাধ্য বলে চেম্বার সভাপতি জানান।

চিঠিতে আরও বলা হয়, জুনের ভ্যাট আগস্টে পরিশোধের কারণে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ কর্তৃক ২০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে; যা বর্তমান অবস্থায় এসব ব্যবসায়ীদের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। অন্যদিকে, জুলাইয়ে সরকার ঘোষিত লকডাউনের কারণে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অথচ ভ্যাট কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় অব্যাহত রেখেছে। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনায় বন্ধ ছিল সেহেতু ভ্যাট দেয়ার প্রশ্ন অবান্তর। এ পরিস্থিতিতে সরকারের নমনীয় নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এনবিআর উল্লেখিত সময়ের ভ্যাট ও জরিমানা মওকুফে মাঠপর্যায়ের প্রশাসনকে নির্দেশনা দেয়া জরুরি। বিষয়টি চেম্বার সভাপতি পত্রে উল্লেখ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জুন, জুলাই, আগস্টের ভ্যাট ও জরিমানা মওকুফ করে নির্দেশনা দেয়ার জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি বিশেষ অনুরোধ জানান।