Print Date & Time : 29 August 2025 Friday 5:37 am

তিন মাসে ৫ হাজার কর্মী নেবে রোমানিয়া

নিজস্ব প্রতিবেদক: তিন মাসে পাঁচ হাজার বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের দেশ রোমানিয়া। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল তিন মাসের জন্য ঢাকায় আসছে। দুবাই সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল এক বার্তায় এ তথ্য জানান।

‘সুসংবাদ’ শিরোনামে পাঠানো বার্তায় মোমেন জানান, রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম পাঠাবে। তারা ৩ হাজার ৪০০ মুলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে।

মোমেন বলেন, ‘এই কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন হবে। এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।’

রোমানিয়ায় বাংলাদেশের কোনো মিশন নেই। ভারতের দিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।

২০২১ সালের ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের জানিয়েছিলেন, ঢাকায় মিশন খোলার পর বাংলাদেশ থেকে দুই থেকে চার হাজার শ্রমিক নেবে রোমানিয়া।

সেদিন মন্ত্রী জানান, শিগগির ঢাকায় মিশন খুলবে রোমানিয়া। মাংস উৎপাদন খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় দেশটি।

রোমানিয়া ঢাকায় নতুন মিশন খোলার পর সেখানেও দুই থেকে চার হাজার মানুষ নেয়ার সুযোগ তৈরি হয়েছে। রোমানিয়া মাংস উৎপাদন বিশেষ করে হালাল মুরগি উৎপাদন প্রতিষ্ঠানে শ্রমিক নেবে বলে তখন জানিয়েছিলেন মোমেন।