পুঁজিবাজারের তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে সংগৃহীত অর্থের এবং হাই-টেক পার্কের জমি উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। তাই বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে এডিএন টেলিকমের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে সংস্থাটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
তথ্যমতে, বিএসইসির উপপরিচালক মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক নিলয় কর্মকার ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপব্যবস্থাপক উৎপল চন্দ্র দেবনাথকে নিয়ে কমিটি গঠন করেছে বিএসইসি। এরই মধ্যে বিষয়টি এডিএন টেলিকমকেও লিখিতভাবে জানিয়েছে। বিগত সরকারের সময়ে আইন লঙ্ঘন করেও পার পেয়ে যাওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে সবর বিএসইসি। পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন অনিয়মের অভিযোগে বিভিন্ন কোম্পানি-সিকিউরিটিজ হাইসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
বিএসইসি সূত্র জানিয়েছে, এডিএন টেলিকম পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা সংগ্রহ করে। বুক বিল্ডিংয়ের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার ৩০ টাকা করে বিক্রয় করে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে। আর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ২৭ টাকা করে বিক্রয় করে ২১ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৯৮২ টাকা সংগ্রহ করা হবে। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করেছে এডিএন টেলিকম।
২০২৪ সালে ব্যবসা সম্প্রসারণের জন্য সিলেটের হাই-টেক পার্কে নতুন কারখানা তৈরির ঘোষণা দিয়েছিল এডিএন টেলিকম। ২০২৩ সালে কালিয়াকৈর হাই-টেক পার্কে ২৩৫ ডেসিমেল জমি কেনার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। কিন্তু হঠাৎ করেই কোম্পানিটির আয়-মুনাফায় বড় প্রভাব পড়েছে। সর্বশেষ ২০২৪ সালে ১৪ কোটি ৯৫ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে এডিএন টেলিকম। যার আগের আর্থিক বছরের চেয়ে ৪২ দশমিক ১৫ শতাংশ কম। ২০২৩ সালে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ছিল প্রায় ২৫ কোটি ৮৮ লাখ টাকা। তাই কোম্পানিটির বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
তথ্যমতে, এডিএন টেলিকম আইপিওর মাধ্যমে তোলা অর্থ কোন খাতে ব্যয় করেছে সেই বিষয়টি খতিয়ে দেখতে চায় বিএসইুি। একইভাবে বিভিন্ন হাই-টেক পার্কে কোম্পানিটি জমি লিজ নেয়াসহ অন্য বিনিয়োগ সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা তাও যাচাই করে দেখবে গঠিত তদন্ত কমিটি।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এডিএন টেলিকম লিমিটেড। এ সময় কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে দুই টাকা ৩১ পয়সা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৫ পয়সা। এদিকে গত পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ ২৫ কোটি ৮৫ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে এডিএন টেলিকম। এর বিপরীতে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
২০১৯ সালের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এডিএন টেলিকম লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানির মোট পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। এ হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ছয় কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা চালকদের হাতে ৪২ দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ৫৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে এক দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।