ডাচ্-বাংলা ব্যাংক ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত তিন হাজার ৩১ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দিয়েছে। গতকাল ঢাকার মিরপুরে ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তিপত্র বিতরণ করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ও আইনমন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 9 August 2025 Saturday 12:02 am
তিন হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক
করপোরেট কর্নার ♦ প্রকাশ: