Print Date & Time : 29 August 2025 Friday 11:44 pm

তিস্তার বামতীর রক্ষা বাধ পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের তিস্তা বামতীর রক্ষা বাধ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মঙ্গলবার (২ মে) বিকাল ৬টায় পরিদর্শনে যান মন্ত্রী।এসম স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন,পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প এক বছরে শেষ হয়না। এই প্রকল্পটি আমাদের পানি উন্নয়ন বোর্ডের ইতিহাসে রেকর্ড। বাধ টেকসই ও বৃদ্ধিকরণের জন্য ভিজিবিলিটি স্টাডি করা হচ্ছে।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন,এই বামতীর রক্ষা বাধের তদারকিতে এসে নিজেকে ধন্য মনে করছি। এসময় স্থানীদের দাবির প্রেক্ষিতে মহিষখোঁচা ইউনিয়নের নদীভাঙা মানুষের সুখে দুঃখের দাঁড়াবার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য,মহিষখোঁচা ইনিয়নে পানি উন্নয়ন বোর্ড ৪৯ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যায়ে আড়াই কিলোমিটার বাধেন নির্মাণের কাজ শুরু করে।দীর্ঘ দেড় বছর পর বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে।