Print Date & Time : 1 September 2025 Monday 6:15 am

তিস্তায় দেখা মিলছে ইলিশ, আনন্দিত জেলেরা

প্রতিনিধি, লালমনিরহাট: ২০১৭ সালের পর আবারও তিস্তায় ইলিশ ধরা পড়ছে। তিস্তা ব্যারাজের ভাটিতে অন্যান্য মাছের সাথে ইলিশও ধরা পড়ছে। এতে জেলে ও স্থানীয়রা আনন্দিত। ক্রেতারা ৩০০ থেকে ৫০০ গ্রামের এসব ইলিশ হাজার টাকা দরে কিনছেন।

সোমবার (৯ মে) দুপুরের পর থেকে ইলিশ ধরা পড়ছে। স্থানীয়দের ধারণা, শুষ্ক মৌসুমে নদীতে হঠাৎ পানি হওয়ায় ব্রহ্মপুত্র ও যমুনা থেকে ভেসে এসেছে।

ইলিশের সাথে আইর, বৈরালি, চিতলসহ হরেক রকম মাছ ধরা পড়ছে।

গড্ডিমারীর সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ৮৮ সালের বন্যায় ইলিশ ধরা দেখেছি। তার পরে ইলিশ পাওয়া যায়নি। এখন ইলিশ আবার পাওয়া যাচ্ছে। এতে আমরা খুশি।

দোয়ানী ব্যারাজ পুলিশ ফারির এসআই সিদ্দিক বলেন, তিস্তায় ইলিশ ধরার কথা জেলেদের কাছে শুনেছি।

জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, একটি ওয়ার্কসপে থাকায় বিষয়টি জানা নাই। আমি ওখানকার কর্মকর্তাদের বলে দিচ্ছি। অবশ্যই নমুনা সংগ্রহ করে ইলিশ কিনা তা যাচাই করা হবে।