শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবণ্টন নিয়ে এবারও নদী কমিশনের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে খবর পাওয়া গেছে। কয়েকদিন আগে নদী কমিশনের সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল পশ্চিমবঙ্গে গেছেন। সফরে তারা ফারাক্কা বাঁধ পরিদর্শন করে কলকাতা ফিরে আসেন। সেখানেই ৬ ও ৭ মার্চ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দেন।
ভারত সরকারের প্রতিনিধিদল, পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জনশক্তি দপ্তরের সচিব এবং বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা এই বৈঠকে অংশ নেন। ত্রিপক্ষীয় বৈঠকে তিস্তা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তিস্তা পানিবণ্টন নিয়ে এবারও কোনো সমাধান হয়নি।
তবে এই বৈঠকে বৈঠকে দূষণ নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। বাংলাদেশের বেশ কিছু নদীর পাশে চিনিকল থাকায় দূষণ বাড়ছে এবং তাতে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া কিছু এলাকায় দূষণ ছড়াচ্ছে। এ প্রসঙ্গও ওঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে রাজ?্য সরকারের কর্মীরা জানিয়েছেন। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে এখনও কিছু জানায়নি।