, চুয়াডাঙ্গা: পৌষ মাসের শুরু থেকেই জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। বেশ কিছুদিন ধরে প্রায় সারাদিনই সূর্যের দেখা মিলছে না। মাঝে মধ্যে সূর্য উঁকি দিলেও তাপ ছড়াচ্ছে না। ঠাণ্ডার কাছে যেন নিস্তেজ হয়ে পড়েছে সূর্যটি। তবে কয়েকদিন পর কুয়াশার স্থায়িত্ব কিছুটা কমায় দুপুরের পর মিলেছে সূর্যের দেখা। কিন্তু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ। তিনি আরও জানান, গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল সর্বনি¤œ। তিনি আরও জানান, জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। রাতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে শীত অব্যাহত থাকায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মাহাবুবুর রহমান মিলন বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী অন্যতম। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ১৩টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে ৫০ জন। অন্যদিকে প্রতিদিন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে শতাধিক। ঘন কুয়াশার কারণে হেডলাইট
জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রাস্তাসহ বিভিন্ন স্থানে মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে।