Print Date & Time : 7 July 2025 Monday 4:55 am

তুরস্কের পুঁজিবাজারে রেকর্ড বিনিয়োগকারী বৃদ্ধি

শেয়ার বিজ ডেস্ক:তুরস্কের পুঁজিবাজারে অন্যান্য বছরের তুলনায় ২০২৩ সালে বিনিয়োগকারীর সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। বার্ষিক ভিত্তিতে অর্থাৎ গত বছরের সাপেক্ষে চলতি বছরে শেয়ার বৃদ্ধিসহ বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ১৭৩ দশমিক ২১ শতাংশ। খবর: ডেইলি সাবাহ।

তুরস্কের সেন্ট্রাল রেজিস্ট্রি এজেন্সির (এমকেকে) তথ্য অনুযায়ী, গত বছরে ৪ দশমিক ৫ মিলিয়ন বা ৪৫ লাখ বিনিয়োগকারী পুঁজিবাজারে লেনদেন করেন।

এমকেকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১১ দিনে দেশটির পুঁজিবাজারে ৮ লাখ ৮২ হাজার ৮০০ জন নতুন বিনিয়োগকারী লেনদেন শুরু করেছেন। এই সংখ্যা গত মাসে ছিল ১ দশমিক ৯৮ মিলিয়ন বা ১৯ লাখ ৮০ হাজার। অর্থাৎ মাসের ভিত্তিতে ৩৮ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সার্বিকভাবে এখন পর্যন্ত দেশটির পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ দশমিক ১৪ বা ৭১ লাখ ৪০ হাজারে।

বিশ্লেষকদের ধারণা, ইনিশিয়াল পাবলিক অফারিংস বা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের শুরু থেকে তুরস্কের প্রতিষ্ঠানগুলো আইপিও-এর মাধ্যমে ৪৩ বিলিয়ন লিরা (১ দশমিক ৬ বিলিয়ন বা ১৬০ কোটি ডলার) তুলে নিয়েছে। এতে বোরসা ইস্তান্বুলের আইপিও সূচক ১০১ শতাংশ বৃদ্ধি পায়। এর অর্থ বিনিয়োগকারীরা দ্বিগুণ আয় করছেন।

প্রসঙ্গত তুরস্কের স্থানীয় মুদ্রা লিরা এবং দেশটির প্রধান পুঁজিবাজার ‘ইস্তান্বুল স্টক এক্সচেঞ্জ’টি ‘বোরসা ইস্তান্বুল স্টক এক্সচেঞ্জ (বিআইএসটি)’ বা সংক্ষেপে ‘বোরসা ইস্তান্বুল’ নামে পরিচিত।

তুরস্কের পুঁজিবাজারে চলতি বছরে ৩৩টি কোম্পানি জনসাধারণের জন্য শেয়ার উš§ুক্ত করে। এর বেশিরভাগ শেয়ারে ব্যাপক আগ্রহ ছিল বিনিয়োগকারীদের। এর মধ্যে কয়েকটি সম্প্রতি জনসাধারণের জন্য ছাড়া হয়। এর মধ্যে রয়েছে ইবেবেক; এই প্রতিষ্ঠানটি নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষণীয় ছিল। ওপেনিংয়ে ৩ দশমিক ৯ মিলিয়ন বা ৩৯ লাখ বিনিয়োগকারী এর শেয়ার ক্রয় করেন।

তুরস্কের পুঁজিবাজারে ২০২১ সালে রেকর্ড ৫২টি নতুন আইপিও আবেদন করা হয়। ২০২২ সালে এ সংখ্যা কমে ৪০টিতে দাঁড়ায়, তখন আইপিও থেকে কোম্পানিগুলো ১৯ দশমিক ৩ বিলিয়ন লিরা তুলে নেয়।

চলতি সপ্তহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে বেঞ্চমার্ক সূচকের পয়েন্ট সর্বকালের সেরা ৮ হাজার ৪০৩ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। দিনে শেষে যা ৮ হাজার ৩৩৫ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করে। এর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৭৭ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পায়। এদিন বোরসা ইস্তান্বুলের ট্রেডিং ভলিউম দাঁড়ায় ৬৭ দশমিক ৩ বিলিয়ন লিরায় (২ দশমিক ৪৯ বিলিয়ন বা ২৫০ কোটি ডলার)।

বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বৃদ্ধি থেকে সরে আসার ঘোষণা দেয়ায় পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। লিরার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতি কমিয়ে আনতে নীতি সুদহার বৃদ্ধির পরিকল্পনা করা হয়।

প্রসঙ্গত তুরস্কে গত মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে ৬০ শতাংশ। দেশটির সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬৫ শতাংশে। চলতি বছরে মূল্যস্ফীতির হার কমে তবে ৩৩ শতাংশ। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে এ হার ১৫ দশমিক ২ শতাংশে দাঁড়াবে এবং ২০২৬ সালে আরও কমে হবে ৮ দশমিক ৫ শতাংশ।

তুরস্কের প্রেসিডেন্ট গত পাঁচ বছরে যে অপ্রচলিত এবং কোনো কোনো ক্ষেত্রে অস্থির নীতি অনুসরণ করছিলেন, তার ফলে বিনিয়োগকারীরা তুরস্ক ত্যাগ করেন। এরদোয়ানের নীতির মধ্যে ছিল, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সুদের হার কমানো।

দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধস ও অর্থনীতির বিভিন্ন খাতে টানাপড়েন চলছিল। এর মধ্যেই পুনরায় নির্বাচিত হওয়ার পর এরদোয়ান অর্থমন্ত্রী হিসেবে মেহমেত সিমসেককে বেছে নেন। আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে আসেন সাবেক ওয়াল স্ট্রিট ব্যাংকার হাফিজে গায়ে এরকান। এরদোয়ানের উদ্দেশ্য হলো, পরিস্থিতির পরিবর্তন করা। হাফিজে এরকান হলেন তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নর।