Print Date & Time : 8 July 2025 Tuesday 9:12 am

তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। গতকাল শুক্রবার বেলা ৩টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন— ঢাকায় নিযুক্ত তুরস্কের ডেপুটি রাষ্ট্রদূত মারভি অজলিক, ঢাকা সফরত রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট এবং রাসিম আয়তিন।