Print Date & Time : 8 September 2025 Monday 6:12 am

তুরস্কে এপ্রিলে মূল্যস্ফীতি বাড়ে ৭০ শতাংশ

শেয়ার বিজ ডেস্ক : তুরস্কে এপ্রিলে মূল্যস্ফীতি বাড়ে প্রায় ৭০ শতাংশ। এ কারণে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার  ব?্যয় বাড়ছে। খবর: আল জাজিরা।

মূল্যস্ফীতির কারণে চাপ বাড়ছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ওপর। তার অর্থনৈতিক নীতির কারণে এমন সংকট হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ভোক্তা মূল্যসূচক কমাতে সুদের হার কমিয়েছেন তিনি। এরদোয়ান জোর দিয়ে বলেছেন, ভোক্তা মূল্যসূচক কমাতে সুদের হার কমানোর প্রয়োজন।

বিশ্লেষকরা মনে করেন, এরদোয়ান ক্ষমতা গ্রহণের পর মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভিন্ন অর্থনৈতিক নীতির ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তুরস্কের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানায়, গত মাসে ভোক্তা মূল্যসূচক বাড়ে ৬৯ দশমিক ৯৭ শতাংশ। মার্চে এই হার ছিল ৬১ দশমিক ১৪ শতাংশ। তাছাড়া ডলারের বিপরীতে তার্কিশ মুদ্রা লিরার ব্যাপক দরপতন হয়েছে। এতে জ্বালানি সরবরাহে ব্যয় বেড়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর সংকট আরও ঘনীভ‚ত হয়েছে। এর আগে করোনা মহামারি দেশটিকে বেকায়দায় ফেলে। সব মিলিয়ে একদিকে যেমন তুরস্কের জ্বালানি খরচ বেড়েছে, অন্যদিকে কমেছে উৎপাদন।