Print Date & Time : 7 July 2025 Monday 12:17 am

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪

শেয়ার বিজ ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ টেকিরদাগে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী রিসেপ আকদাগ। খবর আনাদোলু।
এক সংবাদ সম্মেলনে উপ-প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় আমাদের ২৪ জন নাগরিক প্রাণ হারিয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান স্থানীয় সময় গতকাল সকাল ৬টায় শেষ হয়। পরিবহনমন্ত্রী আহমেত আরসলান জানান, রেললাইনের নিয়মিত পরিদর্শন গত এপ্রিলেই সম্পন্ন করা হয়েছিল।
গত রোববার ৩৬২ যাত্রী ও ছয়জন কর্মী নিয়ে ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। প্রদেশের গভর্নর মেহমেত সিলন জানান, ভারি বৃষ্টির কারণে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। কিন্তু পরে পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লাইনচ্যুত হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়ে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফোনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অবহিত করেছেন। এক বিবৃতিতে এরদোয়ান জানিয়েছেন, দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে।