Print Date & Time : 6 September 2025 Saturday 4:01 am

তুরস্কে ত্রাণ সহায়তার ঘোষণা তাইওয়ানের

শেয়ার বিজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নানা ধরনের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্বের অনেক দেশ। এবার তুরস্কের ক্ষতিগ্রস্তদের নিজেদের এক মাসের বেতন ত্রাণ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন ও ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। খবর: আল জাজিরা।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। হতাহতদের প্রতি সমবেদনা জানাতে সম্প্রতি তুরস্কের দূতাবাস পরিদর্শন করেছেন তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। সমবেদনা জানিয়ে সাই লিখেছেন, তুরস্কের প্রতি ভালোবাসা; তাইওয়ান তুরস্কের পাশে রয়েছে। ধারণা করা হচ্ছে, সাই ও ভাইস প্রেসিডেন্ট লাই আগামী বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যান্য দেশের মতো তাইওয়ানের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইস্তাম্বুল ও তাইপেয় দুই দেশের দূতাবাস চালু রয়েছে। দুই দেশের রাজধানীতে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে।

স্বশাসিত দ্বীপটির প্রেসিডেন্টের কার্যালয় আরও বলেছে, আঙ্কারাকে ইতোমধ্যে কিছু ত্রাণ পাঠিয়েছে তাইপে, কিন্তু সাই ও লাইয়ের বেতন এর বাইরে। যত দ্রুত সম্ভব দেশ পুনর্গঠনে তাদের দেয়া সহায়তা তুরস্কের কাজে লাগবে বলে আশা করছেন তারা।

এর আগে সাই ও লাই ২০২২ সালে তাদের এক মাসের বেতন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মানবিক ত্রাণ তহবিলে দান করেছিলেন। সাইয়ের এক মাসের বেতন ৪ লাখ তাইওয়ানি ডলার, যা ১৩ হাজার ৩০০ মার্কিন ডলারের সমতুল্য।

তাইওয়ানেও প্রায়ই ভূমিকম্প হয়। বিভিন্ন সময় ভূমিকম্পের মারাত্মক ক্ষয়ক্ষতির অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া দ্বীপটি তুরস্কের ভূমিকম্প দুর্গতদের ২০ লাখ ডলার ত্রাণ দেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ভূমিকম্পদুর্গত এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের উদ্ধারে চলা কার্যক্রমে সহায়তায় করতে তারা দুটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে।

গত বুধবার সাই দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালানো তাইওয়ানি দলের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, তাইওয়ান ও তুরস্ক যেন একে অপরকে সহায়তা করতে পারে, সেজন্য ঝুঁকিতে ভয় না পেয়ে তুরস্ক যাওয়া দলের সব সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

১৯৯৯ সালে তাইওয়ানে হওয়া এক শক্তিশালী ভূমিকম্পের পর আন্তর্জাতিক তৎপরতায় তুরস্কও অংশ নিয়েছিল। সে সময় তাইওয়ানে উদ্ধারকারী দল পাঠিয়েছিল তারা। সেবারের ভূমিকম্প দ্বীপটির দুই হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।