Print Date & Time : 14 August 2025 Thursday 7:05 pm

তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক : তুরস্কের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের একটি ব্যক্তিমালিকাধীন হাসপাতালের করোনা ইউনিটে এ দুর্ঘটনা ঘটেছে। খবর: আনাদোলু এজেন্সি।

হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহƒত একটি অক্সিজেন থেরাপি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে মোট ১৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে আটজন মারা গেছেন। বাকি ১১ জনকে কাছের কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন। মারা গেছেন ১৭ হাজার ৬১০ জন। দেশটিতে এখনও দুই লক্ষাধিক করোনা রোগী চিকিৎসাধীন।