তুরস্কে ১৫০ ধরনের ওষুধ পাঠাবে গণস্বাস্থ্য কেন্দ্র

গণস্বাস্থ্য ফুডস লিমিটেড কর্তৃক উৎপাদিত মিনাভিট পুষ্টি খাদ্য (৪০০ গ্রাম) দশ হাজার প্যাকেট এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস উৎপাদিত ১৫০ ধরনের ওষধ শুভেচ্ছা উপহার হিসেবে ভূমিকম্প-দুর্গত তুরস্কে পাঠাবে। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধূরীর নির্দেশে ঢাকাস্থ বারাধারা তুরস্ক দূতাবাসে ত্রাণ কর্মসূচি সমন্বয়ক অফিসে পরিচালক সেভকি মারথ্ বারিশ এবং পরিচালকের সহকারী মনজুর এলাহির কাছে শুভেচ্ছা পৌঁছে দেয়া হয়। দূতাবাসের পক্ষ থেকে সেভকি মারথ্ বারিশ গণস্বাস্থ্য কেন্দ্রের মানবিক উদ্যোগকে বিনয়ের সঙ্গে স্বাগত জানান। বিজ্ঞপ্তি