শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বড় লোকসানে পড়েছে জার্মানির সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক। প্রতিষ্ঠানটির সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বিপুল অর্থ ব্যয় হওয়ার কারণে এ লোকসান হয়েছে বলে ব্যাংকটির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে। খবর: এএফপি।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর মেয়াদে গ্রুপটি ৮৫ কোটি ৯০ লাখ ইউরো বা ৯৫ কোটি ৪০ লাখ ডলার লোকসান করেছে। আগের বছর একই সময়ে ডয়েচে ব্যাংকের মুনাফা হয়েছিল ২১ কোটি ১০ লাখ ডলার। এছাড়া ব্যাংকটি কর-পূর্ব লোকসান গুনেছে প্রায় ৬৮ কোটি ৭০ লাখ ইউরো। ২০১৮ সালে যা ছিল ৫০ কোটি ৬০ লাখ ইউরো।
সব মিলিয়ে জার্মানির শীর্ষ ব্যাংকটির রাজস্বের পরিমাণ কমেছে ১৫ শতাংশ বা ৫৩০ কোটি। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সিউয়িং তার ‘কোর ব্যাংক’ নীতির কথা উল্লেখ করে বলেছেন, ডয়েচের চার ব্যবসা নীতির আলোকে ভবিষ্যতে মুনাফা হবে।
ব্যাংকটি মুনাফা করার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেও রাজস্ব এবং মুনাফা কমার ধারাতেই রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির রিটেইল ব্যাংকিং ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগও লোকসানে রয়েছে। তবে করপোরেট ব্যাংকিং বিভাগ উচ্চ প্রবৃদ্ধি দেখিয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ডয়েচে ব্যাংকের কর্মীর সংখ্যা ছিল ৮৯ হাজার ৯৫৮ জন।
সর্বশেষ প্রকাশিত এ পরিসংখ্যান অনুযায়ী গত জুনের তুলনায় ডয়েচে ব্যাংকের কর্মী সংখ্যা এক হাজার কম রয়েছে। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, তাদের ১৮ হাজার কর্মী চাকরি ছেড়ে দেবেন, যা মোট কর্মীর এক পঞ্চমাংশ। কর্মীদের চলে যাওয়ার কারণে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে ডয়েচে ব্যাংককে।