Print Date & Time : 6 August 2025 Wednesday 3:07 am

তৃতীয়বারের মতো চীন সফরে কিম

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছর তৃতীয়বারের মতো চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের এক সপ্তাহ পর চীনে গেলেন তিনি। ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের আগেও দেশটি সফর করেছিলেন কিম। খবর বিবিসি।
সিঙ্গাপুরের বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে এক যৌথ ঘোষণায় কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন কিম। অপরদিকে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া বন্ধ করার প্রতিশ্রুতি দেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্পর্ক উন্নয়নের বিষয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে তারা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। ওই বৈঠকের পর উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হ্রাস করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
এদিকে ওয়াশিংটন ও সিউল তাদের মধ্যকার একটি বড় ধরনের যৌথ সামরিক মহড়া স্থগিত করতে সম্মত হয়েছে। আগামী আগস্টে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল। এখন উভয় দেশ ঘোষণা দিয়েছে, তারা এই মহড়া স্থগিত করবে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে উসকানি হিসেবে অভিহিত করে আসছে পিয়ংইয়ং ও বেইজিং।
উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন। কিমের এবারের চীন সফর নিয়ে এক অভূতপূর্ব কাজ করেছে বেইজিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে উত্তর কোরীয় নেতার বেইজিং সফরের ঘোষণা দিয়ে বলা হয়, তিনি (কিম) দু’দিন অবস্থান করবেন। এর আগে কিম চীন ছাড়ার পরই কেবল তার সফরের বিষয়টি গণমাধ্যমে জানানো হতো।