Print Date & Time : 13 September 2025 Saturday 9:47 am

তৃতীয় ডোজের সুপারিশ সিনোফার্ম-সিনোভ্যাক টিকার

শেয়ার বিজ ডেস্ক: ৬০ বছরের বেশি বয়স্কদের চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের তৃতীয় ডোজ টিকার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও’র সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বলছে, ৬০ বছরের বেশি বয়সী যাঁরা সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন, তাঁদের তৃতীয় ডোজ টিকা নেওয়া উচিত। তবে সবাইকে গণহারে বুস্টার ডোজের সুপারিশ করছেন না তারা। মূলত যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রেই এই বুস্টার ডোজ টিকার সুপারিশ করা হয়েছে।

গত সপ্তাহে টিকা, কোভিড–১৯ ও অন্যান্য রোগ নিয়ে চার দিনের বৈঠক করে এসএজিই।

এসএজিই বলছে, যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং যাঁরা বয়স্ক, করোনাভাইরাসে সংক্রমিত হলে তাদের ঝুঁকি বেশি থাকে।

তাদের ক্ষেত্রে সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে প্রয়োজনে আলাদা টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে।