Print Date & Time : 10 September 2025 Wednesday 12:22 pm

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়ান ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জামাদারগছ গ্রামে ঘটনাটি ঘটে। শিশু আয়ান ইসলাম ওই গ্রামের সাইজদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল শিশু আয়ান ইসলাম। খেলার একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন।