Print Date & Time : 15 September 2025 Monday 8:16 am

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬

প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমলেও ঘন কুয়াশা নেই। বিকালের পর থেকে হিমশীতল বাতাসের কারণে রাতভর কনকনে শীত অনুভূত হয়।

প্রতিদিনের মতো শুক্রবারও ভোরে উঁকি দিয়েছে সূর্য। সকাল হতে না হতেই ঝলমলে রোদে স্বস্তি দেখা দিয়েছে জনজীবনে। ভোরের দিকে কুয়াশা থাকলেও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কেটে যায়। তবে প্রতিদিন বিকালের পর থেকে হিমশীতল বাতাসে রাতভর কনকনে শীত অনুভূত হয়। সকালে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে অনেককে কাজে যোগ দিতে দেখা যায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস। ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ নামতে পারে।