Print Date & Time : 3 September 2025 Wednesday 7:36 am

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও-এর নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মহরম আলী (৫০) নামে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহরম আলী নরসিংদীর রায়পুরা থানার সওদাগর কান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বর্তমানে তিনি তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতেন। তার চার মেয়ে ও দুই ছেলের সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেল লাইনের পাশে ভ্যানে করে সবজি বিক্রির সময় তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মহরম আলী। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।