Print Date & Time : 6 September 2025 Saturday 3:01 am

তেলের মিলে তদারকি করবে যৌথ মনিটরিং টিম

নিজস্ব প্রতিবেদক: মিলগেটে সরেজমিন সাপ্লাই, ডেলিভারি, আমদানি প্রভৃতি বিষয়ে পাঠানো তথ্য যাচাই করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিমের সঙ্গে অন্যান্য সংস্থার যৌথ টিম সদস্যরা। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে মিল মালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

সভায় নেয়া অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আছে, সাপ্লাই অর্ডারের (এসও) মধ্যে তেলের দাম উল্লেখ থাকতে হবে, আগের যে এসও সরবরাহ করা হয়েছে তার ডেলিভারি ২৪ মার্চের মধ্যে দিতে হবে। পাশাপাশি তেল দেশের বাইরে যাচ্ছে কি না, তা বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে বলবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

সভায় অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদসহ তেল ব্যবসায়ী, মিল মালিকের প্রতিনিধি ও ডিলাররা উপস্থিত ছিলেন।