তোষাখানায় টালমাটাল পাকিস্তানের রাজনীতি

শেয়ার বিজ ডেস্ক: তোষাখানাকাণ্ডে টালমাটাল হয়ে পড়েছে পাকিস্তানের রাজনৈতিক মহল। এতে জড়িয়ে পড়েছে নওয়াজ শরিফ, ইমরান খান, আসিফ আলি জারদারি, শহীদ খাকান আব্বাসি, জেনারেল (অব.) পারভেজ মোশাররফসহ পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের নাম। খবর: নিউজ১৮।

তোষাখানার ঘটনা সামনে এসেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খানের কারণে। তার বিরুদ্ধে এ-সংক্রান্ত মামলা বেশ জোরেশোরে এগিয়ে নিচ্ছে শাহবাজ সরকার।

এরই মধ্যে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো তোষাখানা উপহারের রেকর্ড প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

গত রোববার প্রকাশিত এ রেকর্ডে ২০০২ সাল থেকে দেশটির সব সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাওয়া উপহারের তথ্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সরকারপ্রধানদের পাওয়া উপহারের বিষয়ে ৪৪৬ পৃষ্ঠার রেকর্ড প্রকাশিত হয়েছে।

রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে পাওয়া এসব উপহার ন্যূনতম বা কোনো মূল্য পরিশোধ না করে নেতাদের অনেকে নিয়ে গেছেন বলে রেকর্ডে বলা হয়েছে।

ওই রেকর্ডে দেখা গেছে, ২০০২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফই একমাত্র শাসক যিনি তোষাখানা থেকে কোনো দামি বস্তু বা

গহনা-শ্রেণির উপহার রাখেননি এবং সেগুলো ফিরিয়ে দিয়েছেন।

তোষাখানার তালিকায় নাম রয়েছে সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ, সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, ইউসুফ রাজা গিলানি, নওয়াজ শরিফসহ ইমরান খানের। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আরিফ আলভি কী কী উপহার পেয়েছেন, সেটিও এ তালিকায় উল্লেখ রয়েছে।

নওয়াজ শরিফ, শহীদ খাকান আব্বাসি, আসিফ আলি জারদারি ও শাহবাজ শরিফকে একটি ঘড়ি, এক জোড়া কাফলিঙ্ক, একটি কলম ও একটি আংটিসহ অলঙ্কার-জাতীয় সেট উপহার দেয়া হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে উপহার দেয়া বিখ্যাত মক্কা ডিজাইনের ঘড়িতেও একই ধরনের সেট ছিল। প্রধানমন্ত্রী থাকার সময় নওয়াজ শরিফের তোষাখানা বিভাগকেও একই ধরনের সেট উপহার দেয়া হয়েছিল।

একইভাবে নওয়াজ শরিফের স্ত্রীও অলঙ্কার-শ্রেণির একটি উপহার নিয়েছিলেন, যার দাম ছিল (নওয়াজ শরিফের সরকারের আমলে) ৫৪ মিলিয়ন রুপির বেশি।