Print Date & Time : 7 July 2025 Monday 3:43 pm

তৌকির-তানিয়ার ‘ভিতর বাহির’

শোবিজ ডেস্ক: ‘ভিতর বাহির’ নামে নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন তৌকির আহমেদ ও তানিয়া আহমেদ। নাটকটি নির্মাণ করেছেন আলমগীর রুমান।

নাজিম ও লিলি স্বামী-স্ত্রী। নাজিম একটি ভালো চাকরি করে আর লিলি গৃহিণী। লিলিকে প্রচণ্ড ভালবাসে নাজিম, লিলিও নাজিমকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু লিলি নাজিমকে ভালোবাসার পাশাপাশি সন্দেহও করে প্রচণ্ড রকম।

লিলির ধারণা বিয়ের তিন বছর পর থেকে পুরুষদের পরনারীর প্রতি আকর্ষণ বেড়ে যায়, তাই তার প্রতি এই সন্দেহ তৈরি হয়। এ কারণে একসময় নাজিম লিলির কাছ থেকে স্বাধীনতা চায়Ñলিলি যেন নাজিমকে নাজিমের মতো বাঁচতে দেয়। এতে লিলির সন্দেহ আরও বেড়ে যায়।

হঠাৎ তাদের দুজনের মধ্যে প্রবেশ করে ঝিমি। শুরু হয় ঝগড়া, রাগ ও মান-অভিমান। হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় তাদের ভালোবাসা। এমন গল্পেই নির্মিত হয়েছে ‘ভিতর বা?হির’।

এই নাটকে নাজিম চরিত্রে অভিনয় করছেন তৌকির আহমেদ, লিলি চরিত্রে তানিয়া আহমেদ ও ঝিমি চরিত্রে আছেন শাহতাজ। পরিচালক আলমগীর রুমান বললেন, তৌকির ভাই ও তানিয়া আপাকে নিয়ে এটা আমার প্রথম কাজ। কাজটাও ভালো হয়েছে। তারাও খুব মনোযোগ দিয়ে কাজটা করেছেন।”

নাটকটি রচনা করেছেন জাকারিয়া শৌখিন। এটি প্রচারিত হবে চ্যানেল আইতে আগামী বুধবার বিকাল ৩টা পাঁচ মিনিটে।