তৌকীর কি এবার পারবেন?

শোবিজ ডেস্ক: নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় একজন অভিনেতা তৌকীর আহমেদ। তবে গত কয়েক বছরে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি পরিচয়। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি দেশের নামকরা একজন চলচ্চিত্র নির্মাতা। গত এক যুগেরও বেশি সময় ধরে ছবি পরিচালনার সঙ্গে যুক্ত তিনি। এ সময়ের মধ্যে তিনি উপহার দিয়েছেন বেশ কয়েকটি ভালো মানের ছবি, যেগুলো দিয়ে দেশ-বিদেশ থেকে জিতেছেন অনেক পুরস্কারও।
এই যেমন, গত বছরের সপ্তম সার্ক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্য বিভাগে সেরার পুরস্কার জিতেছিল তার ‘অজ্ঞাতনামা’ ছবিটি। এ বছরের অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবেও যাচ্ছে তার ‘হালদা’ ছবিটি। ‘অজ্ঞাতনামা’র গল্পে তৌকীর তুলে ধরেছিলেন দালাল ধরে অবৈধভাবে বিদেশে যাওয়া, সেখানে লাশ হওয়া এবং সেই লাশের পরিচয় ও দাফন-কাফনের নানা করুণ কাহিনি। ‘হালদা’র গল্পেও তেমনি রয়েছে এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী ও এর দুই পারের মানুষের জীবন-জীবিকা ও বৈচিত্র্যময় কর্মকাণ্ডের নানা কাহিনি।
কাজেই প্রশ্ন উঠছেÑগত বছর ‘অজ্ঞাতনামা’ দিয়ে যে সাফল্য পেয়েছিলেন, এ বছরের ‘হালদা’ দিয়ে তৌকীর আহমেদ সেটা পারবেন তো? উত্তর মিলবে সময় হলেই। তৌকীর পরিচালিত তারকাবহুল ‘হালদা’ ছবির বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছিল জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান ও দিলারা জামানের মতো অভিনয়শিল্পীদের। গত বছরের ১ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেয়েছিল ছবিটি।
তবে এবারের সার্ক চলচ্চিত্র উৎসবে নির্মাতা তৌকীর আহমেদ অংশ নেবেন কি না, সেটা এখনও তিনি নিশ্চিত করেননি। তার কথায়, ‘এখনও সিদ্ধান্ত নিইনি। যেতেও পারি। এরই মধ্যে উৎসব কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা অনুরোধ করেছে যাওয়ার জন্য। দেখা যাক।’ এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে ‘হালদা’ ছাড়াও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ ছবিটিও অংশ নিচ্ছে বলে জানান তিনি।
তৌকীর আহমেদ বর্তমানে ব্যস্ত তার ‘ফাগুন হাওয়া’ ছবির কাজ নিয়ে। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে এডিটিংয়ের কাজ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এই ছবি, যেটির প্রধান দুই চরিত্রে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। প্রথমবার একসঙ্গে কাজ করলেন এ জুটি। আরও রয়েছেন ভারতের অভিনেতা যশপাল শর্মা। চলতি বছরেই ছবিটির মুক্তি পাওয়ার কথা।