ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে জন্ম নেয়া সেই শিশুর সব দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। শনিবার রাতে (১৬ জুলাই) ময়মনসিংহে দেখতে এসে এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল।
জেলা প্রশাসক বলেন, শিশুটির চিকিৎসা খরচসহ তার লালন-পালনের ব্যয় জেলা প্রশাসন বহন করবে। তার দায়িত্ব এখন জেলা প্রশাসনের। তিনি আরও বলেন, ইতোমধ্যে অনেক ধনবান ব্যক্তি শিশুটিকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। এভাবে অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সবারই দায়িত্ব।
শিশুটি বর্তমানে ময়মনসিংহ মহানগরীর লাবিব প্রাইভেট হাসপাতলে চিকিৎসাধীন। হাসপাতালটির চিকিৎসক শিশু বিশেষজ্ঞ মো. কামরুজ্জামান জানান, তাকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার হাত ও কাঁধের দুটি হাড় ভেঙে যাওয়ায় অর্থোপেডিক সার্জনের সহযোগিতা নেয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক মো. শাহজাহান জানান, শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। তাকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে ঢাকা-ময়মনংিহ সড়কের ত্রিশালে ট্রাকচাপায় শিশুটির বাবা জাহাঙ্গীর আলম (৪২), মা রতœা বেগম (৩২) ও ৬ বছর বয়সি বোন জান্নাত আরা মারা যায়। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের রায়মনি গ্রামে। এ সময় ট্রাকচাপায় রতœার গর্ভে থাকা সন্তান বের হয়ে আসে। তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ঘুরে মহানগরীর চড়পাড়া এলাকার লাবিব প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

Print Date & Time : 19 August 2025 Tuesday 12:05 pm
ত্রিশালে দুর্ঘটনা : সেই শিশুর দায়িত্ব নিল জেলা প্রশাসন
সারা বাংলা ♦ প্রকাশ: