Print Date & Time : 10 September 2025 Wednesday 1:49 am

থাইল্যান্ডের পায়াপ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পায়াপ বিশ্ববিদ্যালয় ও ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে সম্প্রতি একাডেমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পাঁচটি প্যানেল আলোচনায় থাইল্যান্ড, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাক্তন রাষ্ট্রদূত, দুই দেশের বিভিন্ন অংশীজন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে পায়াপ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনের শুরুতে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর বাংলাদেশ দূতাবাস কর্তৃক নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পায়াপ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আপিচা ইনসুয়ান, থাইল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই সূচনা বক্তব্য দেন।

দিনব্যাপী প্যানেল আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, রাজনীতি ও পররাষ্ট্রনীতি, পর্যটন, কানেক্টিভিটি ও সম্পর্ক সম্প্রসারণের নতুন ক্ষেত্র হিসেবে স্বাস্থ্য, আইসিটি এবং থাই ও বাংলা ভাষার আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা হয়। পায়াপ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক টনি ওয়াটার্স, ওয়ালাপা সংপ্রাকুন, ক্রিক পারসন, রবার্ট বাতজিনেগার প্রমুখ অংশ নেন।