এমটিবি ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালকে আর্থিক সহায়তা দিয়েছে। থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সমিতির ভাইস চেয়ারম্যান ড. এমএ মতিনের হাতে আর্থিক অনুদান হিসেবে একটি চেক হস্তান্তর করেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা সৈয়দ দিদার বখত, সাধারণ সম্পাদক, ডা. মো. জাহিদুল ইসলাম, ট্রেজারার ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন, নির্বাহী পরিচালক ডা. মো. একরামুল হোসেন স্বপন এবং এমটিবির হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
