শেয়ার বিজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় জš§দিনের একটি অনুষ্ঠানে বন্দুকধারীর নির্বিচারে গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। খবর: এএফপি।
গত রোববার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গেবেখায় (সাবেক পোর্ট এলিজাবেথ) এ গুলির ঘটনা ঘটে। গতকাল সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) এক বিবৃতিতে বলেছে, গেবেখায় একটি বাড়ির মালিক তার জš§দিন উদ্যাপনের অনুষ্ঠান আয়োজন করেছিলেন। এ অনুষ্ঠানে একদল অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালে দুজন অজ্ঞাতনামা বন্দুকধারী বাড়ির আঙিনায় প্রবেশ করেন। তারা অতিথিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন।
পুলিশ বলেছে, গুলিতে আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির মালিক রয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। গুলির ঘটনাটি পুলিশ তদন্ত করছে।
বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে, হামলার পর বন্দুকধারীরা পালিয়ে গেছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের ধরতে তারা অভিযান চালাচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। দেশটিতে গোলাগুলি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অপরাধী চক্রগুলোর সহিংসতা, মাদক ব্যবসার জেরে প্রায়ই হামলার ঘটনা ঘটে দেশটিতে। বিশ্বের যেসব দেশে হত্যার হার সর্বোচ্চ, আফ্রিকার এ দেশটি সেসব দেশের অন্যতম।
গত বছর জোহানেসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের পৃথক বারে গুলির ঘটনায় প্রায় ২৪ জন নিহত হয়েছে।
একই বছরের মাঝামাঝিতে জোহানেসবার্গে একটি পানশালায় ব্যাপক গোলাগুলিতে ১৪ জন নিহত হন। সোয়েতো শহরের একটি পানশালায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এর অবস্থান জোহানেসবার্গের কাছেই। পানশালাটির অবস্থান সোয়েতো শহরের অরল্যান্ডো ডিস্ট্রিক্টে। আর জোহানেসবার্গের দক্ষিণ-পূর্বে অবস্থিত সোয়েতো। স্থানীয় পুলিশ কর্মকর্তা এলিয়াস মাওয়েলা বলেছেন, আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন সেখানে ১২ জনের মরদেহ পড়ে ছিল। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দুজনের।