Print Date & Time : 30 August 2025 Saturday 7:44 pm

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

শেয়ার বিজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, বাংলাদেশিরা জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়িই ফেনী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।