Print Date & Time : 14 September 2025 Sunday 12:11 am

দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে অগ্নিকাণ্ড

শেয়ার বিজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দেশটির সংসদ ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল স্থানীয় সময় ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় দমকল বাহিনী। আগুন লাগার কারণ উদ্ঘাটন করা যায়নি। খবর: বিবিসি।

ভবনটি থেকে আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। অনেক দূর থেকে ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানায় বিবিসি। নিরাপত্তার স্বার্থে ভবনের আশপাশ থেকে সরিয়ে নেয়া হয়েছে জনগণকে।

জরুরি বিভাগের এক মুখপাত্র বলেন, আমরা যতটুকু জানি আগুন ভবনের তিনতলায় ছড়িয়েছে। ভবনের জিমেও আগুন লেগেছে। পার্লামেন্ট ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিসের ভেতর থেকে আগুনের সূত্রপাত।

দমকল বাহিনীর মুখপাত্র জারমেইন কারলে বলেন, আগুন প্রথমে লাগে সংসদ ভবনের তৃতীয় তলায়। বেজে ওঠে স্মোক অ্যালার্ম। আগুন দ্রত ছড়িয়ে পড়ে ন্যানাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ে।

কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত জানা যায়নি পার্লামেন্ট ভবনের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না।