দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দল ফিরলেন মাহমুদউল্লাহ,নেই নাসির

ক্রীড়া প্রতিবেদক: বাজে ফর্মের কারণে ছিলেন না অস্ট্রেলিয়া সিরিজে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে আবার বাংলাদেশ টেস্ট স্কোয়াডে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ১৫ সদস্যের দলে জায়গা পেলেন এ অলরাউন্ডার। যে কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে নাসির হোসেনকে। এছাড়া ছুটিতে থাকায় গুরুত্বপূর্ণ এ সিরিজের টেস্টে নেই সাকিব আল হাসান।  দলে ফিরেছেন  রুবেল হোসেন ও শুভাশিস রায় চৌধুরী।

গতকাল বিকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। যে দলে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। অভিজ্ঞতার কথা মাথায় রেখে সাকিবের অনুপস্থিতিতে মাহমুদউল্লাহকে টেস্টে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘দেশের বাইরে মাহমুদউল্লাহ ভালো ব্যাটিং করে। ফাস্ট ট্র্যাকে তার ব্যাটিং করার স্কিল ভালো বলেই আমরা তার ওপর আস্থা রেখেছি। আশা করি ওখানে (আফ্রিকায়) সে ভালো করবে।’

অস্ট্রেলিয়া সিরিজে দলের চাহিদা ঠিক পূরণ করতে না পারায় বাদ পড়লেন নাসির। কিন্তু এটি মানছেন না প্রধান নির্বাচক। মূলত কম্বিনেশনের কারণেই দলের বাইরে এ অলরাউন্ডার। এ নিয়ে নান্নু বলেন, ‘প্রত্যেকটা হোম এবং অ্যাওয়ে সিরিজে কন্ডিশনের জন্য কম্বিনেশনের আলাদা আলাদা পরিকল্পনা থাকে। ঘরের মাঠের কন্ডিশন বিবেচনায় নাসিরকে অস্ট্রেলিয়া সিরিজে রাখা হয়েছিল। সাউথ আফ্রিকার বাউন্সি কন্ডিশনে ভারসাম্য রক্ষার জন্যেই তাকে দলের বাইরে রাখা হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার সিমিং উইকেটের কথা ভেবে টাইগার টেস্ট স্কোয়াডে পাঁচজন পেসার নেওয়া হয়েছে। যে কারণে মোস্তাফিজ, তাসকিন ও শফিউলের সঙ্গে রুবেল হোসেন ও শুভাশিসকে দলে রাখা হয়েছে। তবে দলে জায়গা হয়নি কামরুল ইসলাম রাব্বির। অধিনায়ক মুশফিকুর রহিমের দায়িত্ব কমাতে অতিরিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে লিটন দাসকে নেওয়া হয়েছে।

আসন্ন সিরিজে দুজন স্পিনার কমিয়ে ব্যাটসম্যানের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সিরিজে মূলত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজে আহামরি পারফরম্যান্স না করেও দলে টিকে গেছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। এদিকে সাকিব না থাকায় প্রধান স্পিনার হিসেবে তাইজুলকে রাখা হয়েছে। তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে বলা যায় বেশ শক্তিশালী দল নিয়েই আফ্রিকা যাচ্ছেন মুশফিকুর রহিম।

পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর  শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ব্লুমফন্টেইনে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৬ অক্টোবর। এর আগে টাইগাররা একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ সেপ্টেম্বর দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।

বাংলাদেশ টেস্ট দল

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, শুভাশিস রায় চৌধুরী